খালেদার বিরুদ্ধে ইসিতে অভিযোগ করেছে ১৪ দল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে ১৪ দল। এ সময় তারা খালেদা জিয়ার প্রতি ব্যবস্থা নিতে ইসির প্রতি জোর দাবি জানান।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরকার দলীয় জোটের প্রতিনিধিরা সেখানে যান।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তারা ডিসিসি নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ও সহিংসতার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন।তারা সিইসির কাছে অভিযোগ করেন, দীর্ঘদিনের সহিংস কর্মকাণ্ডের পর বেগম খালেদা জিয়া যে কোনভাবেই সিটি মেয়রের পদগুলো দখলে নিতে চান।

এজন্য সব ধরণের চেষ্টা তিনি করছেন। নিয়ম ভেঙে দলবল নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটের দিনও সহিংসতা সৃষ্টির চেষ্টা করতে পারেন বলেও জানান তারা।

নিয়ম ভেঙে সিটি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় তারা খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিইসির প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে ভোটের দিন সব ধরণের সহিংসতা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান ১৪ দলীয় জোট।



মন্তব্য চালু নেই