ক্রিকেটে ফিরছেন নাদির শাহ

নিষেধাজ্ঞার ১৮ মাস পর ফের ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশী আম্পায়ার নাদির শাহ।
আগামী সেপ্টেম্বরের ২৮ তারিখে ঢাকার প্রথম বিভাগ ঘরোয়া টি-টোয়েন্টির একটি ম্যাচ পরিচালনা করবেন তিনি। যিনি এর আগে ক্রিকেট দুর্নীতির দায়ে ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন।
২০১২ সালে এক টিভি স্টিং অপারেশনে দোষী সাব্যস্ত হওয়ায় পরের বছরের মার্চ মাসে ক্রিকেট থেকে নির্বাসিত হন নাদির। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সর্বশেষ চার মাসে বিষয়টিতে আইসিসির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে তারা। অবশ্য, এই ম্যাচ পরিচলার দায়িত্ব দেয়ার অর্থ এই নয় যে নাদির শাহের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
অপরদিকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক মুখপত্র বলেন, ‘নাদির শাহেকে বিসিবি ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল, আইসিসি নয়। সুতরাং এটা আইসিসি কিংবা এর দুর্নীতি দমন কমিশন আকসুর কোনো বিষয় নয়। যেহেতু নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি, সুতরাং এটা তাদেরই আলোচ্য।’



মন্তব্য চালু নেই