কোরবানি ঈদের আগেই সরকারের কোরবানি : প্রধান

আগামী কোরবানি ঈদের আগেই বর্তমান ক্ষমতাসীন সরকারকে কোরবানি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তালপট্টি প্রশ্নে আপোষ নেই, আপোষ মানি না। জাতীয় বেঈমানদের রুখে দাঁড়াও।’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

মানববন্ধনে জাগপা সভাপতি বলেন, ‘এ সরকার ভারতের ক্রীতদাস। সরকার ভারতকে তালপট্টি নজরানা হিসেবে উপহার দিয়েছে। তালপট্টি আমাদের ভূ খণ্ড। এ ভূ খণ্ড উদ্ধারের জন্য এ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবো আমরা। রমজানের পর সরকার উৎখাত আন্দোলেন শুরু করবো এবং কোরবানির ঈদের আগেই এ সরকারকে কোরবানি দিয়ে দেবো।’

প্রধান বলেন, ‘তালপট্টি আর একটি বাংলাদেশের সমান। আমাদের দেশের এ ভূ খণ্ড আমরা ভারতের হাতে তুলে দেয়ার ক্ষমতা কোনো সরকারের হাতে দেয়া হয়নি।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আগের বার এ সরকার এক এগারোর সুড়ঙ্গপথ দিয়ে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই তারা বিডিআরকে ধ্বংস করে দিয়েছে। এবার দেশের ভূ খণ্ড তালপট্টি ভারতের হাতে তুলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে তালপট্টির মালিকানা দাবি করেন। কিন্তু তার কোনো সমাধান হয়নি। পরবর্তীতে জিয়াউর রহমান এসে জোরালো ভাবে দাবি করেন তালপট্টি দ্বীপের।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান ও‍ এমএ মান্নান, জাগপা নেতা আসাদুজ্জামান প্রমুখ।



মন্তব্য চালু নেই