কারাগারের জায়গা পেলে জাতীয় চার নেতার নামে হল নির্মাণ করবে জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, কেন্দ্রীয় কারাগারের জায়গা পেলে সেখানে জাতীয় চার নেতার নামে চারটি হল নির্মাণ করা হবে। সে সব হলের অধীনে জাতীয় চার নেতার স্মৃতি রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি সেখানে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে।

সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি একাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মীজানুর রহমান আরো বলেন, সিটি কর্পোরেশনের অধীন জহির রায়হান স্মৃতি মিলনায়তন ও মহানগর নাট্যমঞ্চের দেখভাল করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তার কী অবস্থা সবাই জানেন। এছাড়া সিটি কর্পোরেশনকে নাগরিক সেবা দিতে বিভিন্ন দায়িত্বে ব্যস্ত থাকতে হয়। আমি মনে করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীন চার নেতার মাজার দেখভাল করা অনেক ভালো হবে। আশা করি সরকার আমাদের আবাসন সংকট নিরসনে এ দাবিগুলো মেনে নেবেন।

প্রসঙ্গত ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমি পেতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে।



মন্তব্য চালু নেই