কলারোয়ায় ফেনসিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ী পুলিশ আটক করেছে। আটককৃত পায়ে গুলিবিদ্ধ আবুল কাশেম (৪০) উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত বাকের আলীর ছেলে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের খাসপুর যাত্রীছাউনি এলাকা থেকে সে আটক হয়। থানা সূত্র জানায়, ফেনসিডিলসহ ১০/১২জন ব্যক্তি পাঁচপোতা গ্রাম থেকে কলারোয়া আসছে এমন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আহম্মেদ আলী, এএসআই বিশ্বজিতের নেতৃত্বে পুলিশ সদস্যরা খাসপুর যাত্রীছাউনি এলাকায় ওৎ পেতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা ৭রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। পরে ওই স্থান থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কাশেমকে পুলিশ আটক করে। তার কাছে থাকা একটি গামছায় মোড়ানো অবস্থায় উদ্ধার হয় ১৮ বোতল ফেনসিডিল। আহত কাশেমকে পুলিশ প্রহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা (নং-৩০, তাং২৯/৫/১৪ইং) হয়েছে বলে জানা গেছে। এদিকে, কলারোয়ায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। থানা সূত্র জানায়, শুক্রবার ভোররাতে উপজেলার বড়ালী গ্রামের ইয়াছিন আলী মিস্ত্রির ছেলে আবুল বাশার (৪০) ও কাঁদপুর গ্রামের মান্দার আলীর ছেলে সাহেব আলী (৩৪) কে তাদের বাড়ি থেকে পুলিশ আটক করে। তারা ওয়ারেন্টভূক্ত আসামী বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই