কলকাতার সিটি হাসপাতালে অভিনেত্রী জয়া

ভারতের কলকাতার সিটি হাসপাতালে শয্যাশায়ী বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত ৩ মার্চ সেখানে তাকে দেখতে যান পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কী হয়েছিলো জয়ার?

ওপারের পরিচালক অরিন্দম শীলের চতুর্থ ছবি ‘ঈগলের চোখ’-এর একটি দৃশ্যে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন শাশ্বত ও জয়া। ওইদিন সিটি হাসপাতালে শুটিংয়ে অংশ নেন তারা। শনিবার (৫ মার্চ) সকালে জয়া নিজের ফেসবুক ওয়ালে এ খবর জানান একটি স্থিরচিত্রের মাধ্যমে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্ত নিয়ে লেখা উপন্যাস ‘ঈগলের চোখ’। নারীদের ওপর যৌন নির্যাতনের কথা বেশি শোনা যায়। কিন্তু পুরুষেরাও একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। এটিও বড় অপরাধ। তাতে অনেক পুরুষের জীবন অন্যরকম হয়ে পড়ে। ‘ঈগলের চোখ’ সেটাই তুলে ধরেছে।

অভিনেতা ও নির্মাতা অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে টালিউডে অভিষেক হয় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়ার। এরপর ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে অভিনয় করেন তিনি।



মন্তব্য চালু নেই