কমিটি স্থগিতের পর ফের সংঘর্ষে চবি ছাত্রলীগ

একের পর এক সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কমিটি স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চবি ছাত্রলীগ শাখার সব কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

পাশাপাশি চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনকে কেন বহিষ্কার করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানের জন্য নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

চবি ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। এর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছিল। সর্বশেষ সোমবার সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতেও সোহরাওয়ার্দী হলের পাঁচটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা চরম অসন্তোষ প্রকাশ করেন। এর জের ধরেই চবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়।



মন্তব্য চালু নেই