ওরাও বন্ধু হতে পারে

ক্ষণিকের অতিথি হয়ে এসেছিল সে। হয়ত চেয়েছিল উষ্ণ বন্ধুত্ব। মুখোমুখি দাঁড়িয়ে বন্ধুর চোখে চোখ রেখে প্রত্যয়ী ভাষা খুঁজেছিল। কিন্তু ওই যা হয়! মানুষ কী সত্যি বোঝে তাদের ভাষা। তারা তো সেলফি তুলতে ব্যস্ত। ভিডিও করে ইউটিউবে তুলে খ্যাতি, যশ, অর্থ কামানোই লক্ষ্য। তাই যখন সে বুঝল আসলে আমাকে নিয়ে খেলছে, মনের দুঃখে সে এখান থেকে চলে গেল।

গত ২১ জুলাই রেইনবো লেকের সামনে বোল্ডার কাউন্টি শেরিফের ডেপুটি শোফি বর্মন টহল দিচ্ছিলেন। এমন সময় রাস্তায় দেখা হয়ে যায় খুদে একটি পেঁচার সঙ্গে (ছবিতে)। কয়েক মিনিটের অভূতপূর্ব সাক্ষাত। খুদে পেঁচাটি রাস্তা আটকে শোফির মুখোমুখি তাকিয়ে থাকে। এদিকে এই বিরল ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে চারদিকের মানুষ। ডেপুটি বর্মন কয়েকটি কথা বলার চেষ্টা করে তার সঙ্গে। সাড়াও দিয়েছিল সে। কিন্তু যখন দেখল তাকে নিয়ে খেলা করছে সবাই, তার সেটা পচ্ছন্দ হয়নি। হয়ত অনেক অভিমান করেই উড়ে গেল খুদে পেঁচাটি।

ফেসবুক, টুইটারে খুদে পেঁচার ছবি কতদিন জ্বলজ্বল করবে জানা নেই, তবে নিঃসন্দেহে বলা যায়, সারা জীবন মানুষের মনে ফ্রেমবন্দি হয়ে থাকবে এই ছবি।



মন্তব্য চালু নেই