এবার বাজারে এলো ওয়াই-ফাই হটস্পট এবং ডিসপ্লে সুবিধার জুতা!

প্রযুক্তি আমাদের অকল্পনীয় স্বপ্নও বাস্তব করিয়ে দিচ্ছে। যেটা আগে ভাবতাম সেটা আজ সবার সামনে উপস্থিত। এককথায় টপ টু বটমই চেঞ্জ করে দিচ্ছে এই প্রযুক্তি।

তারচেয়ে বড় কথা ইদানিং বটমের দিকেই বোধহয় প্রযুক্তিবিদদের ঝোঁক বেশি। কেননা আজকাল জুতোয় আসছে বেশকিছু ভেরিয়েশন।

যেমন, বিখ্যাত স্পোর্টস অ্যাকসেসরিজ নির্মাতা নাইকি সাইন্সফিকশন মুভির অনুকরণে বাজারে এনেছে এমন এক কেডস যা নিজেই নিজের ফিতে বেঁধে নিবে। অর্থাৎ আপনার পায়ের মাপ অনুযায়ী অটোমেটিকভাবে কেডসের ফিতে বাঁধা হয়ে যাবে! যার নাম দেয়া হয়েছে সেলফ লেসিং কেডস।

এর রেশ কাটতে না কাটতেই ভার্জিন আমেরিকা নিয়ে আসলো এমন এক কেডস, যাতে আছে ডিজিটাল অনেক সুবিধা। এমনকি আছে মনিটর বা ডিসপ্লেও, যেখানে ভিডিও চালানো যাবে। আর এটি যেনতেন কোনো জুতা নয়, এতে ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের ইটালির সাদা চামড়া। আরো আছে ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই হটস্পট, রিচার্জেবল ব্যাটারি যা তিন ঘণ্টা পর্যন্ত চার্জ থাকে। এর ইউএসবি পোর্টের সাহায্যে আপনি আপনার মোবাইলে দিতে পারবেন চার্জ।

মূলত এটি একটি চ্যারিটি ফাউন্ডেশনের জন্য নিলামে তোলা হয়েছে। যেখানে এই কেডসের দাম ইতিমধ্যেই ১০ হাজার ডলার উঠে গেছে। আর এই নিলামে অংশ নিতে হলে আপনাকে ভিজিট করতে হবে ই-বে’র ওয়েব পেজে।



মন্তব্য চালু নেই