এবার থেকে পানির ওপরই চালাতে পারবেন সাইকেল!

পানির ওপরে কি কখনো সাইকেল চালিয়েছেন? চালানো তো দূরের কথা কখনো হয়তো চেষ্টা করেও দেখার সাহস পাননি তাই না? আসলে এটাই স্বাভাবিক। পানিতে সাঁতার কাটা যায়, নৌকোয়, লঞ্চে, জাহাজে চড়ে ঘোরা যায়। কিন্তু সাইকেল, একেবারেই নয়। তবে এবার থেকে কিন্তু সম্ভব হবে! নিজের ইচ্ছায় জলের প্যাডেল চালিয়ে ঘুরে বেড়ান যত খুশি। ডোবার ভয় নেই। উপরন্তু দারুণ এক্সারসাইজে নিজেকে ফিট রাখতে পারবেন অনায়াসে। খবর টাইমস অফ ইন্ডিয়া।

যদিও দেখে বোঝার উপায় নেই। দেখে মনে হবে সাইকেলই চালাচ্ছেন। তবে সাইকেলের মতো চাকা নেই। তার বদলে রয়েছে দু’টো বড় পাখনা। যার সাহায্যে পানি কেটে ঘুরে বেড়ানো যায়। নতুন এই যন্ত্রের নাম রাখা হয়েছে এক্লিপ্স মিরাজ। একাধারে কায়াক, প্যাডেলবোট এবং সার্ফবোর্ডের মিশ্রণে এটি তৈরি করা হয়েছে। সাইকেলের মতো হ্যান্ডেল রয়েছে। সেটা ঘুরালেই দিক পাল্টানো যাবে। কারণ হ্যান্ডেলের সঙ্গে দাঁড়টি যুক্ত করা রয়েছে। কত স্পিডে ছুটবেন তা অবশ্য আপনার পায়ের জোরের ওপর নির্ভর করছে।



মন্তব্য চালু নেই