‘ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে’

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৬ রানে ২ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান নিজের জাত চিনিয়েছেন। ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা এ পেসার এখন হায়দরাবাদের চোখের মনি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন। ভারতের গণমাধ্যমগুলোও মুস্তাফিজ বন্দনায় মেতেছে।

ভারতের জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমস মুস্তাফিজের সাক্ষাৎকার নিয়েছে। ক্রিকেটে কিভাবে উঠে এলেন সেই কাহিনী শুনিয়েছেন মুস্তাফিজ। জানা গেছে ভাষাগত সমস্যার কারণে হায়দরাবাদের টিম মিটিংয়ে মুস্তাফিজুর রহমান অংশগ্রহণ করতে পারেন না। পরবর্তীতে সহজ ভাষায় মুস্তাফিজকে বুঝিয়ে বলা হয় তা সহজেই আয়ত্বে করতে পারেন।

হায়দরাবাদের ম্যানেজার বিজয় কুমার স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘সে এখানে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। হয়তো টিম মিটিংয়ে ওভাবে উপস্থিত হতে পারেন না কিন্তু তাকে এক-দুই শব্দে পরবর্তীতে বুঝিয়ে দিলে সে সহজেই তা আয়ত্বে নিতে পারে। ধীরে ধীরে আরও মানিয়ে নিবে। খুব একটা সমস্যা হবে না।’

এদিকে আইপিএলের পরপরই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন মুস্তাফিজ। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ জানিয়েছেন কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন বলে ইংরেজি তার শিখতেই হবে। মুস্তাফিজের ভাষ্য, ‘ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’



মন্তব্য চালু নেই