আরেকটি অর্জনের সামনে সানিয়া মির্জা

আগেই ধারণা করা হয়েছিল। সেটাই প্রমাণিত হল। চলতি বছর দুরন্ত ফর্মে থাকা সানিয়া মির্জাকে রাজীব খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রনালয়। সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন শিরোপা জিতেন হায়দরাবাদি এই টেনিস সুন্দরী।

তারপরই মনে করা হয়েছিল, খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করা হতে পারে। দ্বৈতে বিশ্বের এক নাম্বার তারকা সানিয়া অবশ্য এই পুরস্কারের জন্য ব্যক্তিগতভাবে আবেদন করেননি। ৫.৩ ধারা মেনে সানিয়ার হয়ে ক্রীড়ামন্ত্রনালয়ই তাঁর নাম মনোনীত করেছে। সেজন্য টুইটারে ধন্যবাদ জানিয়েছেন টেনিস সুন্দরী।

চলতি বছর অল ইংল্যান্ডের কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জেতা ছাড়াও তিনটি মেজর শিরোপা ঘরে তুলেছেন সানিয়া। ২০০৪ সালে অর্জুন পুরস্কার ও ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল ২৮ বছর বয়সী এই তারকাকে।



মন্তব্য চালু নেই