আমি আউট ছিলাম না : আফ্রিদি

পাকিস্তান হয়তো টোয়েন্টি২০ ম্যাচ থেকে একটি প্রেরণা খোঁজার চেষ্টা করবে। এই ম্যাচে অল-আউট হয়নি তারা। এর আগে ওয়ানডের সব ম্যাচে অল-আউটের খরা কেটেছে তাদের। কিন্তু ম্যাচের আগের দিন আফ্রিদি-গুল যে হুংকার-ঝংকার দিচ্ছিল তা মাঠে প্রমাণ করতে পারেনি। বরং তারা বাংলাদেশের কাছে বেশ নাজুকভাবেই ধরাশায়ী হয়েছে। ওয়ানডে সিরিজে বাংলা ধোলাইয়ের পর আফ্রিদি জুজু ছড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু শেষশেষ তা মনে হয়েছে– বলার জন্যই বলেছে পাকিস্তান।

২/৩টি আউট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। বিশেষ করে আফ্রিদি নিজের আউট নিয়ে বলেছেন, ‘আমি আউট ছিলাম না। তবে ভুল হতেই পারে। একটি সিদ্ধান্ত নয়, দুই বা তিনটি সিদ্ধান্ত এমন হয়েছে। আইসিসি ব্যাপারটা দেখবে। আমার হয় এই সিদ্ধান্তগুলো ওদের নজরে এসেছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘সবাই ভুল করে। ওরা এটা বুঝতে পারবে। ম্যাচ রেফারি আছেন, তিনি অবশ্যই দেখেছেন। আমার মতে, একটি সিদ্ধান্ত একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আইসিসি সিদ্ধান্তগুলো দেখেছে।’

বাংলাদেশের প্রসংশা করে আফ্রিদি বলেছেন, ‘দেশের মাটিতে বাংলাদেশ খুবই ভাল দল। এই সিরিজে আরও ভাল খেলছে। আমি আবার বাংলাদেশের আসতে পারায় ভাল লাগছে। আমি বাংলাদেশকে খুব ভালবাসি।’

১৪১ রান করার পরও আফ্রিদি মনে করছেন ওই স্কোর নিয়ে জয় পাওয়া সম্ভব হত। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ে শুরুটা ভাল না হলেও এই পুঁজি নিয়েও আমরা জিততে পারতাম। কিন্তু আমাদের বোলাররা শেষ দিকে ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন।’

বাংলাদেশের নবীন পেসার মুস্তাফিজুরের প্রসংশা করে আফ্রিদি বলেছেন, ‘আমার মতে শুরুটা ভাল হয়নি। ওরা খুব ভালো বল করেছে। বিশেষ করে নতুন বাঁহাতি পেসারটা। আমি ওর নাম মনে করতে পারছি না। সে খুব পরিণতভাবে অনেক বৈচিত্র্য নিয়ে বল করেছে। জুটি গড়া খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা জুটি গড়তে পারিনি। আমার মনে হয়, আমরা ১০ থেকে ১৫ রান কম করেছি। আমরা যদি সঠিক জায়গায় বল করতে পারতাম, বোলিংয়ে যদি বৈচিত্র্য থাকত, তাহলে ওরা এতো সহজে জিততে পারত না।’

পাকিস্তান সম্পর্কে তিনি বলেছেন, ‘যদি ভাগ্যর ওপর ছেড়ে দিই, তাহলে আমরা কিছু করতে পারব না। নিজেদের ভাগ্য আমাদের নিজেদের গড়তে হবে। ভুলগুলো থেকে আমাদের শিখতে হবে, বিষন্ন হলে চলবে না। সব দলের ভালো সময়-খারাপ সময় আসে। আমি নিশ্চিত, এই ছেলেরাই পাকিস্তানের ভবিষ্যতের সূচনা করবে।’

ওয়ানডের মতো টোয়েন্টি২০ তেও হারের পর মিসবাহ-ইউনিসের ধুয়া তোলার চেষ্টা করা হচ্ছে। আফ্রিদি মনে করছেন, পাকিস্তান ঘুরে দাঁড়াবে। বলেছেন, ‘আমি মনে করি টেস্টে আমাদের দল খুব ব্যালেন্সড। কারণ মিসবাহ-ইউনিস টেস্ট দলে ফিরছে।’



মন্তব্য চালু নেই