আন্দোলনের জন্য রাজপথে নামার আহ্বান খালেদার

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার রক্ষায় ঈদের পর সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার হোটেল রূপসী বাংলায় বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান। এসময় তিনি, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কার্যক্রম প্রতিরোধের কথাও বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ দেশকে এখন কোন অবস্থায় নিয়ে গেছে তা আপনারাই দেখছেন। বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা জোর করে ক্ষমতায় আছে। জনগণ তাদের প্রতি ওপর অতিষ্ঠ।’

সরকার কৃষি উপকরণের দাম বাড়িয়েছে এবং কৃষক তার ফসল উৎপাদনের ন্যায্যমূল্য পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এ জেড এম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই