অল্প সময়ে সাজগোজের উপায়

বর্তমান ব্যস্ত সময়ে সময় নিয়ে সাজগোজ করার মতো সময় অনেকের হাতেই থাকে না। তবু নানা প্রয়োজনে আমাদের বাইরে বের হতেই হয়। আর বাইরে বেরোতে হলে তো

সাজপোশাকে গোছালো থাকা চাই। কিন্তু খুব দ্রুত সাজতে পারার টেকনিক গুলো যদি শিখে নেয়া যায়, তাহলে আর অগোছালো থাকতে হবেনা। অল্প সময়েই আপনি থাকতে পারবেন একদম টিপটপ।

চোখে মাশকারা সময় না পেলে হাতে একটু পানি নিয়ে চোখের পাতায় ছিটা দিন। এটি দারুণ ভাবে কাজ করে। এতে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন, কালো ও সুন্দর দেখাবে।

কোন অনুষ্ঠানে গেছেন কিন্তু চোখে সাজতে সময় পাননি। তখন সাথে লিপস্টিক থাকলে আপনার হাতের আঙ্গুলে সামান্য লিপস্টিক লাগিয়ে চোখের পাতায় ঘষে লাগিয়ে নিন।

প্রতিদিন যাদের বাইরে যেতে হয় তারা চোখের পাতায় ভেসেলিন লাগাতে পারেন। এতে চোখের পাতা দীপ্তি ছড়াবে।

লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগিয়ে নিন। এটা করলে সারাদিন লিপস্টিকের রঙ ঠিক থাকবে।

ব্রণের উপর ভেসলিন লাগিয়ে নিলে ব্রণের লালচে ভাব কমবে। ত্বক দেখাবে ফ্রেশ।

বাইরে যাওয়ার আগে এক চিমটি বেবি ওয়েল মাথার চুলে বুলিয়ে নিন। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

ফাউন্ডেশন-এর সাথে ভেসলিন এবং হাল্কা গোলাপি লিপগ্লস মিশিয়ে নুড লিপস্টিক তৈরি করে ফেলুন নিজেই যা বর্তমানে খুব চলছে।

তাড়াহুড়ো করে আইলাইনার শার্প করতে গেলে অনেক সময় তা ভেঙে যায়। আইলাইনার শার্প করার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। এতে আইলাইনার শার্প করার সময় ভাঙ্গবেনা।

তেল দেয়া চুল ধোয়ার সময় না থাকলে বেবি পাউডার ব্যবহার করুন, তেল দূর হবে।



মন্তব্য চালু নেই