অভিশংসনের বিল

অভিশংসন বিল বিচারপতিদের দলীয়করণ করার পাঁয়তারা

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বিচারপতিদের অভিশংসনের ব্ষিয়ে মন্ত্রিপরিষদের প্রস্তাব বিচারপতিদের দলীয়করণ করার পাঁয়তারা। সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিচারপতিদের কাজে লাগানোর জন্য এই অশুভ চেষ্টা করা হচ্ছে।’

বুধবার বেলা সোয়া দুইটায় সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই প্রস্তাব পাস করা হলে সংবিধানের অনেক জায়গায়ই পরিবর্তন করতে হবে। অন্যান্য সাংবিধানিক পদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হয়ে যাবে।’

দেশের বিরাজমান রাজনৈতিক সহিংসতার জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দায়ী করে তিনি বলেন, ‘সংসদ যেন বিচারপতিদের নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বার অ্যাসোসিয়েশন।’

এ আন্দোলনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে সাড়া দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্টের সিনিয়র কিছু আইনজীবী দেশের বাইরে থাকায় আলোচনা করতে পারিনি। তারা দেশে আসলে তাদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদের এ প্রস্তাব কিভাবে বাতিল করা যায় সে বিষয়ে করণীয় ঠিক করা হবে।’



মন্তব্য চালু নেই