অনন্য উচ্চতায় সাঙ্গাকারা

আগের ম্যাচেই বিশ্বকাপে বিশ্ব রেকর্ড করেন কুমার সাঙ্গাকারা। টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস।

এবার নিজেকে আরো অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সাঙ্গাকারা। বিশ্বকাপে টানা চতুর্থ সেঞ্চুরির কীর্তি গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি আর কারো নেই। ওয়ানডে ইতিহাসেও এমন কীর্তি আর কেউ গড়তে পারেননি। সে ক্ষেত্রে ওয়ানডেতেও টানা চার সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন সাঙ্গাকার।

বুধবার হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে টানা চতুর্থ সেঞ্চুরিটি করেছেন তিনি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারা ১০৫ রানের ইনিংস খেলেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকেন ১১৭ রান করে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেন ১০৪ রানের অসাধারণ এক ইনিংস। টানা তৃতীয় সেঞ্চুরি করে মার্ক ওয়াহর রেকর্ড ভাঙেন সাঙ্গাকারা। ১৯৯৬ বিশ্বকাপে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মার্ক ওয়াহ।

এবার স্কটল্যান্ডের বিপক্ষে এসে টানা চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেলেন সাঙ্গাকারা। সম্প্রতি তিনি সেঞ্চুরিকে যেভাবে ছেলেখেলায় পরিণত করেছেন তাতে পরের ম্যাচে আবার সেঞ্চুরি করেন কি না, কে জানে!



মন্তব্য চালু নেই