চিচির সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন পুনম

বি-টাউনের চিচি কে মনে আছে তো সবার৷ এবার বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি৷ অর্থাৎ বলিউডি দর্শকদের জন্য আবারও হাজির গোবিন্দা৷ সিনেমার নাম কী সেটাই ভাবছেন তো?

“আ গ্যায়া হ্যায় দিল” ছবি দিয়েই তাঁর বলিউডের পুনঃপ্রবেশ হবে৷ এরপরেই “কিল-দিল” ও “হ্যাপি এন্ডিং” নামে দুটি ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷

গোবিন্দা ফের সিনেমায় আসছেন এই খবরের মধ্যেই পর্দা সরিয়ে বেরিয়ে এল পুনম পাণ্ডের নাম৷ তিনি গোবিন্দার সাথে নাচের তালে তাল মেলাতে চলেছেন৷ এর আগে পুনম এরকম নাচের দৃশ্যে অভিনয় করেননি৷ চিচির সাথে নাচের টক্করে বেশ কঠিন পরীক্ষাতেই পড়তে হয়েছিল তাকে৷

ভক্তরা এতদিন হাপিত্যেশ করেছে তাদের জন্য গোবিন্দা নিয়ে এলেন “আ গ্যায়া হে দিল”,”কিল-দিল” ও “হ্যাপি এন্ডিং” নামে পরপর তিনটি ছবি৷ ২০১৭-র ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা আছে তাঁর কামব্যাক ফিলম “আ গ্যায়া হে দিল”৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই