ওয়াসিমের চোখে কোহলিই সেরা

তাকে তুলনা করা হতো শচীন টেন্ডুলকারের সাথে। এখনো শচীন না হতে পারলেও কোহলি যে সেরা হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন সেটা তার ব্যাটে রান দেখলেই বোঝা যায়। ক্রিকেটের সব রকমের সংস্করণে তার ব্যাট হাসছে প্রতিনিয়ত।

এরকম দানবীয় ক্রিকেট ফর্মের জন্য তাকের বিশ্বের সেরা ব্যাটসম্যান বলতেও কুন্ঠাবোধ করেননি ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম। স্পোর্টস টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ‘কোহলি বর্তমান সময়ের বিশ্বের সেরা ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের জীবনে একটা লক্ষ্য থাকে কিভাবে আপনি রান বের করতে পারবেন। সে তিন ফরমেটেই রান করে যাচ্ছে। তাকে বল করা সত্যিকার অর্থে কঠিন। আমি নিজেই তাকে বল করতে গিয়ে সমস্যা পড়েছি।’

একই সঙ্গে পাকিস্তানের বর্তমান বাজে ফর্ম নিয়েও কথা বলেন এই কিংবদন্তি পেস বোলার। ‘পাকিস্তান এশিয়া কাপে তাদের দল নির্বাচনের কারণে খারাপ করেছে। আমরা সবাই জানি পাকিস্তান আনপ্রেডিক্টেবল। যে কোন দল তাদের বিপক্ষে খেলতে ভয় পাবে এটাই ক্রিকেটের সৌন্দর্য্য।’



মন্তব্য চালু নেই