বিএনপিকে প্রধানমন্ত্রীর সাধুবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, তারা নির্বাচনে অংশ না নিয়ে এর আগে যে জ্বালাও পোড়াও করেছে সেখান থেকে অন্তত এবার তারা সরে এসেছে।
বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ ও বই উৎসব ঘোষণার পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে গত সাধারণ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সারাদেশে জ্বালাও পোড়াও শুরু করে।তারা নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে সারাদেশে সহিংস আন্দোলন শুরু করে।তবে গতকাল বুধবার পৌরসভা নির্বাচনে বিএনপি শোচনীয়ভাবে পরাজিত হয়।
তবে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রত্যাখ্যান করে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
মন্তব্য চালু নেই