ঘুষের ৫০ হাজার টাকাসহ খাদ্য কর্মকর্তা আটক

ঘুষের ৫০ হাজার টাকাসহ নওগাঁ সদর উপজেলার খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদকের রাজশাহী জোনের উপপরিচালক খায়রুল হুদা জানান, শরীফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে খাদ্য কর্মকর্তার কক্ষে উপস্থিত হন তারা। শরীফুল পে-অর্ডারের টাকা ফেরত নিতে গেলে খাদ্য কর্মকর্তা ঘুষ নেন বলে জানান দুদক কর্মকর্তারা।

পরে ঘুষের ৫০ হাজার টাকাসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়।এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান খায়রুল হুদা।



মন্তব্য চালু নেই