১৫ বছর বয়সেই প্রেমিকা: বাবার পথেই হাঁটছেন ওয়ার্নের পুত্র

বয়স মাত্র ১৫। এই বয়সেই প্রেমিকা জুটিয়ে ফেলেছেন জ্যাকসন। আর প্রেমিকা কেটিয়া গুনাইলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি দেখলেই বোঝা যায় – দু’জনার সম্পর্ক কতটা ‘গভীর’।

600-shane-warne5_14658302

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে জ্যাকসন-কেটিয়া। ছবি: সংগৃহীত

রীতিমত অবাক হবার মতই ব্যাপার। তবে, আপনি যদি জানেন জ্যাকসনের বাবা হলেন কিংবদন্তি লেগস্পিনার, ক্রিকেটের আলোচিত-সমালোচিত চরিত্র শেন ওয়ার্ন – তাহলে নি:সন্দেহে অবাক হবেন না। ক্যারিয়ার জুড়েই তো এমন পাগলাটে-উচ্ছৃংখল আচরণের জন্য বিখ্যাত ছিলেন ওয়ার্ন।

সেই হিসেবে ‘বাপ কা বেটা’র নতুন নিদর্শনই স্থাপন করতে যাচ্ছেন জ্যাকসন। নারীঘটিত সমস্যায় জড়িয়ে বেশ অনেকবার খবরের পাতায় শিরোনাম হয়েছেন ওয়ার্ন।

jackson-was-earlier-seen-with-this-girl

জ্যাকসনের প্রেমিকা আবেদনময়ী কেটিয়া। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী সিমন ক্যালাহানের সংসারে জ্যাকসন ছাড়াও ব্রুক ও সামার নামের দুই কন্যা আছে ওয়ার্নের। ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন ওয়ার্ন। ২০০৫ সাল অবধি টিকে সেই বিয়ে।

सिस्टर-ब्रूकलीन-समर-और-डैड-शेन-वॉर्न-के-साथ-जैकसन।

দুই কন্যা ও পুত্র জ্যাকসনের সাথে শেন ওয়ার্ন। ছবি: সংগৃহীত

এই সময়েই এমিলি স্কট ও লিজ হার্লির মত তারকাদের সাথে নাম জড়িয়েয়ে ওয়ার্নের। ২০০০ সালে ব্রিটিশ নার্স ডোনা রাইট শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ করেছিলেন।



মন্তব্য চালু নেই