লালমনিরহাটে জনকন্ঠ সাংবাদিককে কুপিয়ে জখম

দৈনিক জনকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ম্যাগারাম এলাকায় এ হামলা চালায় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন লালমনিরহাট পৌরসভার ইমামগঞ্জের বাসিন্দা।

লালমনিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল জানান, পেশাগত দায়িত্ব পালন করতে দুপুরের দিকে ওই এলাকায় যায় শাহিন। এ সময় দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়ে বিতর্কে লিপ্ত হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি অজ্ঞান রয়েছেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই