রাজধানীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
রাজধানী সূত্রাপুর থানার ধোলাইখাল রোকনপুর এলাকায় রাজিব হাসান (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত রাজিব ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি যাত্রাবাড়ী কাজলা এলাকায় বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, রাত পৌনে ১২ টার সময়ে রাজিব সূত্রাপুরের রোকনপুরের তিন নম্বর লেনের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময়ে তিন থেকে চারজন দূর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়িভাবে গুলি করে। এতে তিনি শরীর ও মাথায় তিন রাউন্ড গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে একটার সময়ে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোকনপুর এলাকায় রাতে রাজিবকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালে নিয়ে যায় পরিচিতরা। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘রাজিবের মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকেও একটি গুলি উদ্ধার করা হয়েছে।’ ‘আমরা শুনেছি রাজিব যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই