বিচার চান না দীপনের বাবা
সন্ত্রাসী হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কলামিস্ট আবুল কাশেম ফজলুল হক ক্ষোভের সঙ্গে বলেছেন, “যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের বিচার চাই না।”
শনিবার সন্ধ্যার দিকে শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে ঢুকে গলাকেটে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপনকে। এর কয়েক ঘণ্টা আগে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে তিন ব্লগারকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
দীপনের হত্যার খবর পেয়ে আজিজ সুপার মার্কেটে যান তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কলামিস্ট আবুল কাশেম ফজলুল হক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিজিৎ রায়ের বই প্রকাশের সঙ্গে যারা জড়িত তাদের কয়েকজনের ওপর হামলা হলো। তারা ঢাকা মেডিকেলে ভর্তি। আমার ধারণা হয়তো তারা আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি এর বিচার চাই না।”
মন্তব্য চালু নেই