বান্দবানের লামায় পরীক্ষার হল ও হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী
শিডিউল বিপর্যয়ের কারণে রাজনৈতিক অস্থিরতায় পরীক্ষার পিছিয়ে যাওয়াই নির্বিগ্নে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে বান্দবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী আজ লামা উপজেলার সব কয়টি পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে সফর সঙ্গী হিসেবে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
জেলা প্রশাসক কেন্দ্র পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, লামা পৌরসভার মেয়র আমির হোসেন আমু, ১নং গজালিয়া ইউপির চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের লামা প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা সহ প্রমুখ।
এবারে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় লামা উপজেলার মোট ৪টি কেন্দ্রে ৬৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৪৯১ জন, দাখিল পরীক্ষার্থী ১৮১ জন ও কারিগরি পরীক্ষার্থী ২১ জন। উপজেলা প্রশাসন হতে প্রাপ্ত তথ্য মতে, লামা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এ পরীক্ষাথী ২১২ জন। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র-২ মোট পরীক্ষার্থী ১৮৭জন। চাম্বি উচ্চ বিদ্যালয় কেন্দ্র-৩ এ পরীক্ষার্থী ৯২ জন। লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র-৪ এ পরীক্ষার্থী ২০২ জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক লামা সদর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জীনামেজু অনাথ আশ্রম ঘুরে দেখেন।
মন্তব্য চালু নেই