বাগদাদে ঈদের শপিংয়ে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২০০

ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় বহু নারী-শিশুসহ মৃতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। বাগদাদ পুলিশের বরাত দিয়ে আলজাজিরা এ সংবাদ জানিয়েছে।

শনিবার বাগদাদের কারাদা জেলায় রেস্টুরেন্ট ও কাপড়ের দোকান সম্বলিত হাদি কমপ্লেক্সের সামনে রাখা গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে এই ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষদিকে এবং ঈদের আগে আগে বাগদাদের ঐ শপিং কমপ্লেক্স ও সড়কে ছিল শপিংয়ের ব্যস্ততা। আর টিক এই সুযোগেই হামলা চালায় আইএস।

দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয় বাগদাদের উত্তরের শিয়া অধ্যুষিত একটি এলাকায়। ঐ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। চলতি বছরে ইরাকে আইএসের ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি এই হামলা।

নিহদের মধ্যে অনেকেই নারী ও শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, অনালাইন বিবৃতিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।



মন্তব্য চালু নেই