দ্বিতীয় দফায় ১০ পৌরসভার নির্বাচন ২০ মার্চ

দ্বিতীয় দফায় ১০ পৌরসভার নির্বাচন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি; যাচাই-বাছাই ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৪ মার্চ।

এ দফায় নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, রংপুরের হারাগাছ, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ফেনীর সোনাগাজী, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, ফরিদপুরের ভাঙ্গা ও গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।

প্রসঙ্গত, প্রথম দফায় গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভার ভোটগ্রহণ করা হয়।



মন্তব্য চালু নেই