সাতক্ষীরার কাওনডাঙ্গায় হাফি মেম্বর আর নেই
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ানের কাওনডাঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সাবেক মেম্বর হাফিজুর রহমান হাফি (৬৫) আর নেই (ইন্না—–রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্র জানা যায়। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্যগুনগ্রহী রেখে যান। বুধবার বাদ যোহর মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
« যশোরে ২০ দলীয় জোটের ৮০ নেতাকর্মীর জামিন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) এবার কলেজ অধ্যক্ষ ছাত্রীকে নিয়ে রাত্রি যাপন করল »
মন্তব্য চালু নেই