শারুখের সঙ্গে সাকিব দম্পতির শিরোপা উদযাপন
বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে আইপিএলের শিরোপা জেতার উচ্ছ্বাস উদযাপন করেন সাকিব আল হাসান দম্পতি। রোববার আইপিএলের সপ্তম আসরের শিরোপা জয়ের উচ্ছ্বাসে শাহরুখের সঙ্গে সামিল হয়েছিলেন সাকিবের সহধর্মীনি শিশিরও।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে প্রীতি জিনতার দলকে তিন উইকেটে হারায় সাকিবরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট জয় করল কলকাতা। জমজমাট ফাইনালে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জেতার পর স্টেডিয়ামে তারা উল্লাসে মেতে ওঠেন।
আইপিএল এর সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পেছনে কলকাতার গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন সাকিব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব সেরা খেলোয়াড়দের তালিকায় ছয় নম্বরে স্থান করে নেন। রোববার রাতে আইপিএলের ওয়েবসাইট থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসি র্যাংকিংয়ে এখন তিন নম্বরে রয়েছে। আইপিএলে ১৩ ম্যাচে ২২৭ রানের পাশাপাশি তিনি শিকার করেছেন ১১ উইকেট। সাকিবের এ নৈপুণ্যে বেজায় খুশি শাহরুখ খান। সাকিবকে নিয়ে টুইটারেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফাইনালেও সাকিব ৭ বল খেলে ১২ রান সংগ্রহ করেন।
মন্তব্য চালু নেই