যুক্তরাষ্ট্রে ঝড়ের আগেই নিহত ১৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এক সপ্তাহের টানা টর্নেডো, প্রবল বর্ষণ এবং বন্যায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
মিসিসিপি, টেনেসি, আরকানস্ এবং আলাবামাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। টেক্সাস এবং ওকলাহোমাতে একটি ‘ঐতিহাসিক তুষারঝড়ের’ আশংকা রয়েছে যাতে ১৬ ইঞ্চি তুষার জমতে পারে।
মিসিসিপিতে এক সপ্তাহে অন্তত ২০ টি টর্নেডোর আঘাতে প্রায় ৪০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতেও হাজার-হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় সময় কাটিয়েছেন।
যুক্তরাষ্ট্রে যদিও ক্রিসমাসের আগে চরমভাবাপন্ন আবহাওয়া নতুন নয়, তবে আবহাওয়াবিদরা বলছেন কয়েকটি এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের তীব্রতা বেড়েছে।
« গুগল ক্রোমে সাতটি প্রয়োজনীয় এক্সটেনশন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) পুলিশের গাড়িতে হুতুমপ্যাঁচার আক্রমণ, অতঃপর… »
মন্তব্য চালু নেই