ময়মনসিংহে বজ্রপাতে ছাত্রের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল মিয়া (১২)।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শাকিল চক পাঁচপাড়া তা’লিমুল কুরআন মডেল ক্যাডেট মাদরাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং চিকনা মেনাহর গ্রামের বাছির উদ্দিনের ছেলে।
তা’লিমুল কুরআন মডেল ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, দুপুরে শকিল মিয়া ধান মাড়ানোর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কে কাজ করছিল। এসময় হঠাৎ করে বজ্রপাত হয়। এতে তার বুকের অধিকাংশ অংশ পুড়ে যায় এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে।
পরে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তা’লিমুল কুরআন মডেল ক্যাডেট মাদরাসার ছাত্র শকিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

































মন্তব্য চালু নেই