বাংলার অপরূপ দৃশ্যপট

- গ্রাম বাংলার অপরূপ দৃশ্যপট
- কবি জীবনানন্দের ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’- কথার মতো বাংলার মুখের দিকে তাকিয়ে থাকতে পারি অপলক।
- ‘জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়’- বার বার যেতে কার না সাধ হয়?
- অপরূপ মেঘনার জলে প্রতিনিয়ত জেলে খোঁজে মাছ। যেন খুঁজে চলেন আগামীর সঞ্চয়।
- ‘হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে’- সেই সুদর্শনের খোঁজে একটু হলেও মন চলে যায় গ্রামের কোনো নদীর পাড়ে।
- নদী থেকে মাছ ধরে বিক্রির জন্য গ্রামের বাজারের দিকে হেঁটে যাচ্ছেন এক মৎস্যজীবী। আহারের সন্ধানে যেমন আমাদের ছুটতে হয় প্রতিনিয়ত।
- ঘন আবিরের রাগে সন্ধ্যা নামে নদীর বুকে। হঠাৎ পাওয়া এমন দৃশ্য মুহূর্তেই আনমনা করবে কংক্রিটে ঘেরা মানুষদের।
- হলুদ সরিষার দেশে এসে কেবলি বলতে ইচ্ছে হয়, ‘আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে’।
- কবির ভাষায়, ‘একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি; হৃদয়ের পথ চলা শেষ হল সেই দিন।’
« অনলাইনে আমন্ত্রণের ভিডিও ভাইরাল, জন্মদিনে হাজারো মানুষ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সত্যিকার কমনীয় মানুষদের ১০ অভ্যাস »
মন্তব্য চালু নেই