প্রতিষ্ঠানের প্রধান ঠিক থাকলে অন্যারা দুর্নীতির সুযোগ পাবে না : সাতক্ষীরার ডিসি
“দুর্নীতি আমাদের দেশের একটি প্রধান সমস্যা। দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আরো গতিশীল ভাবে কাজ করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন বিভাগ বা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন তাদেরকে এব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানের প্রধান যদি ঠিক থাকেন তাহলে আমাদের নিচের কর্মকর্তারা কিন্তু দুর্নীতি করার সুযোগ পাবে না।” বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান এসব কথা বলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. এম মতিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রাশেদুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম এ জলিল, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক, ডি.এল.ও শিশির কুমার বিশ্বাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক অধ্যাপক মোজাম্মেল হোসেন, পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক সুকুমার চন্দ্র দাশ, সচেতন নাগরিক কমিটি’র সদস্য ও জেলা স্কাউট এর সাধারন সম্পাদক আবুল বাশার পল্টু, জেলা ক্রীড়া অফিসার এনামুল হক বিশ্বাস প্রমুখ।
মন্তব্য চালু নেই