চট্টগ্রামে ভ্যান উল্টে চালকের মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই ব্রিজ এলাকায় ভ্যান উল্টে মোহাম্মদ সাইফুল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল কর্ণফুলি থানার চরলক্ষ্যা গ্রামের রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, নদীর ওপার থেকে আসা কাঠবাহী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে গিয়ে চালক সাইফুল গায়ের ওপর পড়ে। এতে সাইফুল গুরুতর আহত হয়।
পরে তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মন্তব্য চালু নেই