৯৫ ভাগ সৌদি নারীর এইডস হয় স্বামীর মাধ্যমে

বিশ্বের অন্যান্য দেশের মতো ২০১৫ সালে এইডস রোগীর সংখ্যা বেড়েছে সৌদি আরবেও। দেশটিতে এখন এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২১,৭৬১ জন। এদের মধ্যে ছয় হাজার ৩৩৪ জন সৌদি নাগরিক। ১৫ হাজার ৪২৭ জন সৌদি নাগরিক নন। এছাড়া সৌদি নারী রোগীদের মধ্যে শতকরা ৯৫ জনই স্বামীর মাধ্যমে এইডসে আক্রান্ত হন।

স্থানীয় সময় মঙ্গলবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইডস কর্মসূচির প্রকল্প পরিচালক সানা ফিলিমবান।তিনি বলেন, ২০১৪ সালে সৌদিতে ৮০ জন নারীর এইডস পরীক্ষা করা হয়। ওই নারীদের বেশির ভাগই সৌদি আরব ছেড়ে কোথাও যাননি। তাদের ৯৫ ভাগের এইডস সংক্রমণ হয়েছে স্বামীদের মাধ্যমে।

সানা আরও বলেন, সৌদি আরবে ২১ হাজার ৭৬১ জন লোক এইডসে আক্রান্ত। তাদের জন্য সরকার ৪৮টি চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে। এর মধ্যে ৩৬টি স্থায়ী এবং ১২টি ভ্রাম্যমাণ। এসব স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের পরিচয় অতি গোপন রাখা হয়।



মন্তব্য চালু নেই