৯/১১ হামলার জন্য দায়ী বুশ, অভিযোগ ডোনাল্ডের

মার্কিন মুলুকে ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ১১ সেপ্টেম্বরের হামলার জন্য জর্জ বুশকে দুষলেন আসন্ন নির্বাচনে রিপাবলিকার দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ব্লুমবার্গ টিভিকে দেয়া এক স্বাক্ষতকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্ভাব্য সংকটের মধ্যে থেকে আমরা কীভাবে যুক্তরাষ্ট্রকে নিরাপদ এবং আমাদের গর্ভের প্রতীক বানানো? আমি মনে করি অন্যদের চেয়ে আমি আলাদা, এমনকী আমার মন অন্যদের চেয়ে বড়।

তিনি আরও বলেন, ওই হামলার সময়ে ক্ষমতায় ছিল রিপাবলিকানরা। হ্যাঁ অবশ্যই ওই হামলার জন্য জর্জ ডব্লিউ বুশ দোষী।

২০০১ সালে ঘটে যাওয়া ওই সন্ত্রাসী হামলায় দুহাজার ৯৭৭ জন প্রাণ হারায়।

উপস্থাপন ওই সময়ে তাকে বাধা দেয়ার চেষ্টা করলেও থামেনি ট্রাম্প। সরাসরি সম্প্রচারিত ওই স্বাক্ষতকারে দেখা যায় ট্রাম্প বলছেন, ওই সময়ে জর্জ বুশ দেশের প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং এ হামলার দায় তিনি এড়াতে পারেন না। তবে এও জানি, আমার এই বক্তব্য দিতে অনেক বিলম্ব হয়ে গেলো।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নিবাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী ধনকুবের ও রিয়েলিটি টেলিভিশন তারকা ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্য চালু নেই