৭ ব্যবাসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

রাজশাহী : রাজশাহী নগরীতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার নগরীর লক্ষীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী।

এসময় পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মুল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকার পরেও সংরক্ষণ করার অভিযোগে মেসার্স সুজন ফার্মেসীকে ২ হাজার টাকা, মেসার্স আল শেফা ড্রাগস হাউজকে ২ হাজার টাকা, মেসার্স মিল্টন ড্রাগসকে ২ হাজার টাকা, মেসার্স হামিম ফার্মের্সীকে ২ হাজার টাকা, মেসার্স চট্টলা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স এম আর ফার্মাকে ২ হাজার টাকা ও মেসার্স মদিনা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়।



মন্তব্য চালু নেই