৭৫ টাকায় আইফোন!

খুব শিগগিরই বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ আইফোন-৬। আর সে কারণে আইফোনের বর্তমান সংস্করণ আইফোন-৫ এর দাম উল্লেখজনকভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন-৫ সি পাওয়া যাচ্ছে মাত্র ৯৭ সেন্টে বা বাংলাদেশি ৭৫ টাকায়!

তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের চেইন সুপারশপ ওয়ালমার্টের সব শাখাতেই এই সুবিধাটি পাওয়া যাচ্ছে। বড় আকৃতির আইফোন-৬ আসার কারণেই ফোনটির পঞ্চম সংস্করণের দাম এত বেশি কমানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, আইফোনের ষষ্ঠ সংস্করণটির একটির ডিসপ্লে হবে ৫ দশমিক ৫ ইঞ্চি এবং অপরটি হবে ৪ দশমিক ৭ ইঞ্চি।

তবে একটা শর্তও জুড়ে দিয়েছে ওয়ালমার্ট, স্বল্পদামে পাওয়া এই আইফোনটিতে শুধু যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি, ভেরিজোন, স্প্রিন্ট এবং ইউএস সেলুলারের সিম ব্যবহার করা যাবে। সেক্ষেত্রেও দু’বছরের বেশি সুবিধা পাবেন না ব্যবহারকারীরা।



মন্তব্য চালু নেই