৭৫’এর ১৫ আগষ্টের পর দেশে সাম্প্রদায়িক রাজনীতি প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে

টিপু সুলতান(রবিন), সাভার(ঢাকা): পঁচাত্তরের পনের আগষ্টের পর এদেশে সাম্প্রদায়িক রাজনীতি প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এদেশকে নব্য পাকিস্তান করে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করাই মূল লক্ষ ছিলো বলে এসময় জানান তিনি।

শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত জাতি নির্মান ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জিয়াউর রহমান সত্যিকারের মুক্তিযোদ্ধা হলে তার মন্ত্রীসভা কি করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে এমন প্রশ্নও তোলেন তিনি।

কৌশলে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে;তারপর জাতীয় চার নেতাকে হত্যার মধ্যদিয়ে এদেশে দোসররা তাদের রাজত্ত্ব কায়েম করতে চেয়েছিলো বলে এসময় মন্তব্য করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্ত্বে আলোচনা সভায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই