৬ স্কুলছাত্রের কাছে ক্ষমা চাইলো অ্যাপেল

বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল সম্প্রতি বর্ণবাদের অভিযোগে ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়ার ৬ জন স্কুলছাত্রের কাছে।অস্ট্রেলিয়ার মেলবোর্নের হাইপয়েন্ট শপিং সেন্টারে অ্যাপেল এর একটি দোকানে এই ঘটনা ঘটেছে। অন্য এক ছাত্রের করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায়, ৬ জন কালো চামড়ার ছাত্রকে গাত্রবর্ণের কারণে অ্যাপেল এর দোকান থেকে বের করে দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সবখানে তোলপাড় পড়ে যায়।

দোকানের একজন কর্মী বলেছেন যে, তারা শঙ্কিত ছিলেন এইভেবে যে ছেলেগুলো হয়ত সুযোগ পেয়ে কিছু চুরি করবে। তাই তাদেরকে চলে যেতে বলা হয়।

অ্যাপেল থেকে বলা হয়েছে, দোকানের ম্যানেজার ছেলেগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। ম্যানেজার নিজেও একজন কালো চামড়ার মানুষ এবং তাদেরই স্কুলের প্রিন্সিপ্যাল।

ফ্রান্সিস অসে নামের যে ছাত্রটি ভিডিওটি ধারন করেছিল সে তার ফেসবুক পেইজে লিখেছে, সোজা সাপটা বর্ণবাদ! এদের ক্ষমা চাইতে বাধ্য করা উচিত!

আরেকজন ছাত্র যে ঘটনার সময় উপস্থিত ছিল সে পরে তার ফেসবুকে লেখে, অ্যাপেল ক্ষমা চাওয়ায় আমরা খুবই সন্তুষ্ট।

উল্লেখ্য যে, এই ভিডিওটি ফেসবুকে প্রায় ৬২ হাজার বার দেখা হয়েছে এবং যোগাযোগ মাধ্যমে রীতিমত বিতর্ক সৃষ্টি করেছে।



মন্তব্য চালু নেই