৬ মাসের শিশুর ওয়াটার স্কি!

শিশুটির বয়স মাত্র ছয় মাস। নাম জায়লা। সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। হাঁটাতো দূরে থাক। তবে লক্ষণীয় হলো, যে জায়লা হাঁটতেই শিখেনি সেই কিনা ওয়াটার স্কি করে! শুধু তাই নয়, এরকম কাজ করে সে নতুন রেকর্ডও গড়েছে!

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গত শনিবার সেখানকার লেক সিলভার হ্রদে স্কি করেছে জায়লা। এ দিন সে ৬৮৬ ফুট জায়গায় স্কি করে। আর এর মাধ্যমে সে সবচেয়ে কম বয়সী শিশু হিসেবে ওয়াটার স্কি করার নতুন রেকর্ড গড়ে।

এদিন জায়লার বয়স ছিল ৬ মাস ২৭ দিন। এর আগের রেকর্ডটিও ছিল পার্কস বনিফাই নামের এক শিশুর দখলে। প্রথম ওয়াটার স্কি করার দিন বনিফাইয়ের বয়স ছিল ৬ মাস ২৯ দিন।



মন্তব্য চালু নেই