৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জয়দেবপুর জংশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার সকালে যমুনা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চাকা গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর জংশনে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর জংশনে প্রবেশের সময় হোম সিগন্যালে শেষের দিকের একটি বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অন্যসকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক ছিল। পরে লাইনচ্যুত বগিসহ দুই বগি ঘটনাস্থলে রেখে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

দাদন মিয়া আরো জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী জামালপুর কমিউটার ট্রেন ভাওয়াল গাজীপুর স্টেশনে, তিস্তা এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে, ভাওয়াল এক্সপ্রেস ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি করে।



মন্তব্য চালু নেই