৬০ লাখ টাকা পেলেন বাঁশখালীর নিহতদের পরিবার

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বাঁশখালীর গন্ডামারা এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে ওই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, এস আলম গ্রুপের পরিচালক শহীদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান, ওসি স্বপন কুমার মজুমদার।

এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্ষতিপূরণের চেক হস্তান্তরের সময় জেলা প্রশাসক বলেন, সরকার জনগণের কল্যাণে জনগণের জন্যই বিদ্যুৎকেন্দ্র করতে চায়। গুলি করে মানুষ মেরে সরকার বিদ্যুৎকেন্দ্র করতে চায় না।

স্থানীয় গ্রামবাসীকে সন্তুষ্ট এবং পরিবেশের ক্ষতি না করেই বিদ্যুৎকেন্দ্র করা হবে বলে জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, বাঁশখালী উপজেলার গন্ডামারা এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে গত ৪ এপ্রিল সংঘর্ষে স্থানীয় ৪ গ্রামবাসী নিহত হন।



মন্তব্য চালু নেই