৫ দিনের রিমান্ডে ইটিভির চেয়ারম্যান

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ায়েজ কুরুনি খান চৌধুরি শুনানি শেষে এ রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সালামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়। তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন।

মামলা প্রসঙ্গে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারেক রহমানের সঙ্গে পারস্পরিক যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন আবদুস সালাম। আর সে কারণেই দেশের সার্বোভৌমত্বের প্রতি হুমকি এবং দেশের সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর মধ্যে অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

উল্লেখ, পর্নোগ্রাফি আইনের মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম আগে থেকেই জেলহাজতে রয়েছেন। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন।



মন্তব্য চালু নেই