৫৭৯ মিনিট পর নেইমার…

এক ম্যাচ, দুই ম্যাচ করে কেটে গেছে পাঁচটি ম্যাচ। কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার।

৫৭৯ মিনিট গোলবিহীন থকার পর অবশেষে বুধবার রাতে লিগে দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে গোল পেলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত ২০ মার্চ লিগে ভিয়ারিয়ালের সঙ্গে বার্সেলোনার ২-২ গোলে ড্র ম্যাচে সর্বশেষ গোল পেয়েছিলেন নেইমার।

এরপর লিগে তিনটি এবং চ্যাম্পিয়নস লিগে দুটি, অর্থাৎ পাঁচ ম্যাচে গোলবিহীন ছিলেন ব্রাজিল অধিনায়ক।

এ জন্য বেশ সমালোচিতও হচ্ছিলেন নেইমার। দেপোর্তিভোর বিপক্ষে গোল করে সমালোচনার জবাবও দিলেন তিনি।

এই ম্যাচে দেপোর্তিভোকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ একাই করেছেন চার গোল।

ম্যাচের ৮১ মিনিটে সুয়ারেজের পাস থেকেই গোল করেন নেইমার। এ ছাড়া মেসি, রাকিটিচ ও বাত্রা করেছেন একটি করে গোল।



মন্তব্য চালু নেই