৫৫টিতে নেই বিএনপি, ভোটের আগেই ৬ চেয়ারম্যান আ’লীগের

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের আরো ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

অবশ্য এরই মধ্যে প্রথম তিন ধাপে আওয়ামী লীগের ১১৩ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

যাচাই বাছাইয়ে এদের মনোনয়নপত্র বৈধ হলে এবং প্রত্যাহার না করলে এরা জয়ী হবেন যোগ করেন তিনি।
এছাড়া এ ধাপে বিএনপি ৫৫টি কোনো প্রার্থী দিতে পারেনি।

আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে গত ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭২৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৩ হাজার ৭২৫ টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর স্বতন্ত্র ১ হাজার ৯১২টি এবং আওয়ামী লীগ ৭২৭, বিএনপি ৬৭২, জাতীয় পার্টি ১৭৮ সহ রাজনৈতিক দলের ১ হাজার ৮১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।



মন্তব্য চালু নেই