৫০ ওভারে একটিও অতিরিক্ত রান দেয়নি বাংলাদেশ !

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির বাগড়ার পরেও দারুণ খেলছে সফরকারীরা।

বৃষ্টি বিঘ্নিত টেস্টের ৫০ ওভার খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২২৫ রান। শেখর ধাওয়ান বাংলাদেশের বোলারদের পিটিয়ে তুলোধুনো করে ১৩৯ রান সংগ্রহ করে অপরাজিত আছেন। মুরালি ভিজয়ও বাংলাদেশের বোলারদের জয় করে ৮৬ রান সংগ্রহ করেছেন। সব মিলিয়ে দুর্দান্ত সূচনা করেছে ভারত।

প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলারদের সাফল্য বলতে কিছু নেই। নির্বিষ বোলিংয়ে একের পর এক রান দিয়েই যাচ্ছেন তারা। বাংলাদেশের বোলারদের এমন নেতিবাচক দিকের হয়তো অভাব হবে না। তবে একটা ইতিবাচক দিকও খুঁজে পাওয়া গেছে। ৫০ ওভার বল করে বাংলাদেশ কোনো অতিরিক্ত রান দেয়নি। অতিরিক্ত রানের ঘরটি এখনো শূন্যের কোটায় রয়েছে। দিনশেষে যদি এমনটি থাকে তাহলে সেটা নিঃসন্দেহে দারুণ কিছু হবে।



মন্তব্য চালু নেই