৪ দিন ধরে বিদ্যুৎ নেই তাড়াশের ৫০ গ্রামে

কালবৈশাখী ঝড়ে গাছপাল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় চারদিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম।

শনিবার (১৮ এপ্রিল) রাতে তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে ঝড়ে ১২টি বৈদ্যুতিক খুঁটি সম্পূর্ণ ভেঙে পড়ে ও বেঁকে যায় ২৪টি।এছাড়াও অসংখ্য গাছপালা ভেঙে বিদ্যুৎ সংযোগের তারগুলো ছিঁড়ে যায়। এতে সমগ্র উপজেলাই কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর চারদিন ধরে কাজ করে তাড়াশ বিদ্যুৎ অফিস উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করলেও প্রত্যন্ত অঞ্চল নওগাঁ, দেশীগ্রাম ও তালম ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম, বারুহাস ইউনিয়নের ৪টি এবং সগুনা ইউনিয়নের ৫টি গ্রামে সংযোগ দিতে পারেনি।

সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সাব-জোনাল অফিসের (তাড়াশ) এ জিএম (কম নিপর) শামসুদ্দিন আনসারী জানান, ৪দিনে উপজেলা সদরে বিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে। তবে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করতে অতিরিক্ত কর্মী কাজ করছে। ৪/৫ দিনের মধ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোর সংযোগ চালু করা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই