৪ জিবি র‌্যামের ফ্লাগশিপ ফোন আনছে এইচটিসি

তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি নতুন ফ্লাগশিপ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিলো। এই ফোনটির মডেল ওয়ান এম ১০। ১২ এপ্রিল প্রযুক্তি বাজারে ফোনটি অবমুক্ত করার ঘোষণা দিয়েছে এইচটিসি।

টুইটারে এক বার্তায় এই এইচটিসি জানায়, ১২ এপ্রিল ফোনটি বাজারে আসছে। এজন্য গ্রাহকদের এইচটিসির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

এইচটিসির নতুন ওয়ান এম ১০ ফোনটিতে আছে ৫.১ ইঞ্চির সুপার এলসিডি ৫ ডিসপ্লে। এই ডিসপ্লে ব্যাটারি সাশ্রয়ী।

ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০। র‌্যাম আছে ৪ জিবি। বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

এইচটিসির এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে রয়েছে, এইচটিসির নিজস্ব ইউজার ইন্টারফেস।

ফোনটির রিয়ার ক্যামেরা ১২.৩ মেগাপিক্সেলের। রিয়ারে ডুয়েল এলইডি ফ্লাশ গান আছে। সেলফিতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ফ্রন্ট ফেসিং স্ন্যাপার।

ফোনটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই